দুর্গাপূজো,  দুর্গাপূজো
বাচ্চা,বুড়ো,সোজা,কুঁজো–
সবাই মাতে আনন্দেতে–
দ্বিমত আছে এই কথাতে।
ধরো, যারা পায় না খেতে
কিংবা খাচ্ছে কষ্টে খেটে–
তাদের বাড়ির বাচ্চাগুলো
পূজোর দিনে মাখছে ধূলো,
পড়ছে জামা ময়লা, ছেঁড়া।
নতুন কোথায় পাবে ওরা?
পূজোর জলুষ একটু ছেঁটে,
গাড়ী  ছেড়ে  পায়ে  হেঁটে,
ওদের  দিলে  অল্প  কিছু,
হবে  তাতে মাথা  নীচু ?
তবে এসো, সবাই মিলে
ঠাকুর দেখি হেসে  খেলে।
         —০০০—