বৃষ্টি চাই, ভাবছি তাই, দেবো ব্যাঙের বিয়ে,
না নামলে, বাঁধবো তারা আকাশে তাকিয়ে।
তাতেও না হলে বৃষ্টি, দরকার নেই হল্লার;
তানসেনকে আনবো ডেকে গাইতে মেঘমল্লার।
তানসেন ব্যর্থ হলে তখন করবো কী?
বৃষ্টিযজ্ঞ করবো ঢেলে কয়েক মণ ঘি।
প্রয়োজনে আনবো জিতে বৃষ্টিকে ভোট দিয়ে,
আরো কিছু ভাবতে পারি বৃষ্টি আনা নিয়ে।
কিন্তু তবু কাটবো বন, লাগাবো না গাছ;
পণ করেছি – বাঁচাবো না নদী, পুকুর, মাছ।
                  —০০০—