বিচার যখন পক্ষে আমার, তখন বিচার ঠিক;
বিপক্ষে হলে রায়, বিচারককে ধিক্ ।
বিচারকের কথা যখন গায়ে ধরায় জ্বালা;
তখন বলি, ‘বিচারপতি, বাংলা ছেড়ে পালা’।
রায় না পেলে মনের মতো, বিচার প্রহসন;
কোর্টের বিচার করতে পথে, করি অনশন।
চাইতে বিচার আমরা যখন কোর্টের কাছে যাই,
বিচারসভায় শেষ অবধি আস্থা থাকা চাই।
—000—