রাতের বেলা তালগাছে
শুনছি নাকি ভুত নাচে?
আবার নাকি খাল ধারে
নিশুত রাতে মাছ ধরে?
ওদের নাকি কালো গায়ে
সাদা জামা, খড়ম পায়ে?
সত্যি নাকি? বল্ না দাদা।
তুই একটা আস্ত হাঁদা–
এসব কথা গল্পে হয়,
আদপে তা’ সত্যি নয়।
       —০০০—