চলো যাই, চলে যাই, বেরিয়েই পড়ো না;
এখন তো কোথা আর নেই কোনো করোনা।
ভ্রমণেতে মন ভরে, আর ভরে কি?
দুটি চোখ ভরে যায় দেখে কত কি !
ঝর্ণার ঝরঝর শোনো কান ভরে,
পাহাড়ের চুপচাপ শোনো চুপ করে।
সাগরের কল্লোল প্রাণ ভরে শোনো,
দেখতে ও শুনতে তো মানা নেই কোনো।
আরো নানা খাবারেতে ভরে বেশ পেট,
তবে শুধু খালি হয় ভ্রমণে পকেট।
পকেট ভরতে পারে, তাও যদি চাও;
ইউটিউবেতে তবে ভিডিও পাঠাও।
—০০০—