মনের মাঝারে সৃষ্টি করেছি তোমায় আমরা ভগবান।
ঈশ্বর,গড, আল্লাহ্ নামেতে দিয়েছি ভক্তি, সম্মান।।
বিশ্বাসে আছো? ভক্তিতে আছো? নাকি সবটাই শঙ্কাতে?
দেব নাকি দেবী, একজন নাকি তেত্রিশ কোটি সংখ্যাতে?
স্বর্গেতে থাকো? নাকি ধরাধামে? ধারণ করো কি নরদেহ?
তোমায় নিয়ে তো মানুষে দ্বন্দ, মনেও রয়েছে সন্দেহ।
চোখ,কান,নাক আছে নাকি সব? নাও বুঝি নাকে নিঃশ্বাস?
অস্তিত্ব কি আছে নাকি তব? নাকি আছে শুধু বিশ্বাস?
হাত পা থাকার দরকার কিসে? কাজটা তো করো ইচ্ছাতে।
সত্যই তুমি আছো কোনোখানে? নাকি আছো শুধু মিথ্যাতে?
—০০০—