(গান)


বাঙালি থাকবে যতক্ষণ, ঠাকুর থাকবে ততক্ষণ;
এ ঠাকুর, মানুষ ঠাকুর – যায় না বিসর্জন।

এ ঠাকুর,অন্য ঠাকুর–
বাজে না ঢ্যামকুড়াকুড়
রবি ঠাকুর নামে তারে চেনে বঙ্গজন।
এ ঠাকুর, মানুষ ঠাকুর – যায় না বিসর্জন।


একদা ছিলেন তিনি শান্তিনিকেতনে,
আজও  আছেন জুড়ে বাঙালির প্রাণে-মনে।


এ ঠাকুর গান বাঁধে,
কবিতা, গল্প লেখে;
নোবেল জয়ে চিনল তাকে বিশ্ববাসীজন।
এ ঠাকুর, মানুষ ঠাকুর – যায় না বিসর্জন।
               —০০০—