মন খারাপের মেঘলা আকাশ
মন খারাপের বৃষ্টি;
টাপুর টুপুর পুকুর জল
ঝাপসা দূরের দৃষ্টি–
আষাঢ় এলো, আষাঢ় এলো,
আষাঢ় এলো, আষাঢ় এলো।
কালো আকাশ, মেঘলা আষাঢ়;
চাষীর মুখে আলো আশার।
বৃষ্টি ভেজা গাছের পাতা,
হাঁটছে পথিক মাথায় ছাতা,
বইছে বাতাস এলোমেলো–
আষাঢ় এলো, আষাঢ় এলো।
ঘরের ভেতর শুকোয় কাপড়,
খোকা খুকু খাচ্ছে পাঁপড়।
ছুটছে ছেলে ভিজে গায়ে,
মাঠ পেরিয়ে কাদা পায়ে;
ঘরকে চল, ঘরকে চল–
আষাঢ় এলো, আষাঢ় এলো।
—০০০—