বুভুক্ষু খুঁজে ফেরে সদাই তোমায়,
কলার পাতায় কিংবা কাঁসার থালায়।
ছিন্নবৃন্ত জুঁইফুলরাশিসম তুমি;
সুবাসিত শুভ্র তপ্ত স্তুপ, ভ্রমি
সোনালী সূর্য ঢাকা তুষার চূড়া যেন,
ধূমায়িত বাষ্পরাশি– পুঞ্জ মেঘ হেন।
জঠরাগ্নি নির্বাপিত পরশে তোমার,
মাতৃক্রোড়ে নিদ্রিত শিশুসম, আর
মাতৃস্নেহ বিনা তব কিবা উপমা
অন্নহীনজন পাশে তুমি অন্য মা।
—০০০—