বাংলায় ছেলে এক – নাম তার  ঋক,
শিশুমুখে কিছু কথা বলে ঠিক, ঠিক।
একদিন শিক্ষক বলেন ইসকুলে,
“বল্ কে কী হতে চাস তোরা বড় হলে”।
কেউ বলে, “হতে চাই বড় ডাক্তার” ;
কেউ বলে, “হবো শুধু স্কুল মাস্টার” ।
ঋককে শুধোন স্যার, “তুমি বলো, খোকা” ।
ঋক বলে, “আমি শুধু হতে চাই বোকা ।
বোকা হলে জানি, মোরে  ঠকাইবে লোকে;
আমি তো ঠকাইবো না কখনো কাহাকে” ।
সৎ যিনি, আজ তাকে লোকে বোকা বলে;
তিনিই চালাক, যিনি ঠকান সকলে।
                 —০০০—