আজগুবি গপ্পোকে কেন বল আষাঢ়ে?
মিছিমিছি বদনাম কেন কর আমারে?
মিছে কি বলেছি আমি কখনও তোমাদের?
বৃষ্টি কি দিয়েছি মেঘ বিনে আকাশের?
শুধু শুধু চটো কেন, ও আষাঢ় ভাই?
কভু তব আকাশেতে দেখি মেঘ নাই।
যদিও সকলে জানে আষাঢ়েতে বর্ষা
কেন তব আকাশটা প্রায়ই থাকে ফর্সা?
দোষ কেন দাও মোরে বর্ষন না হলে?
বৃষ্টি কোথায় পাব সাগর না মেঘ দিলে?
সাগর গরম হয় তোমাদেরই দোষেতে,
ঋতু তাই এলোমেলো প্রকৃতির রোষেতে।
রিমঝিম বৃষ্টিতে আষাঢ়ের সন্ধ্যায়
ভুতের গল্প চা, মুড়ি, চপে জমে যায়।
‘আষাঢ়ে গল্প‘ তাই বলে লোকে, আহা রে।
আর রাগ কোরো নাকো, এসো বসি আহারে।
— ০ —