তোমাকে নিয়ে মনে রাখার মতো
খুব বেশি স্মৃতি আমার নেই।
হয়ত কিছুক্ষণ
পাশাপাশি গাড়িতে বসা
অথবা সন্ধ্যার নির্জনতায়
নদীর পাড়ে কিছুটা সময়
নিজেদের মতন করে।
কখনও বা প্রখর রোদে
শুধুমাত্র কিছুটা নির্জনতার আশায়
দুরের কোনো রেস্টুরেন্টে।
কখনও আবার অনেকটা পথ
একসাথে যাত্রা
জরুরি কাজের মিথ্যে অজুহাতে।
তোমাকে দেখার বা
নিজেকে তোমার সান্নিধ্যে নেবার
অদম্য ইচ্ছেটুকু এখনও অনুভব করি।
যদিও সময় বা পারিপার্শ্বিকতা
সুযোগ দেয়না এখন
সেই আগের মতন করে।
বিশ্বাস করো,
সময়ের পরিক্রমায় একটুও ফিঁকে হতে দেইনি তোমাকে, তোমার স্মৃতিকে।
রাতের অন্ধকারে
নীলাভ আলোয়
একাকী ইজিচেয়ারটাতে যখন বসি
চোঁখ বুজে থাকা এই আমি
কিছু গানের সাথে, গানের কথার সাথে
নিজেকে হারিয়ে ফেলি তোমার মাঝে।
এ এক অন্যরকম সুখ আমার,
অন্যরকম প্রাপ্তি আমার।
বহমান সময়ের প্রয়োজনে
অনেককিছুই
হয়তো হারিয়ে যাবে,
বিস্মৃতির অতলে
চাঁপা পরবে ঘটনাগুলো।
তোমাকে ঘিরে থাকা
টুকরো স্মৃতিগুলো
অনুভবের অনুরননে
যা একান্তই আমার এবং
আমার সুখানুভূতির সহযাত্রী।
সহযাত্রী হয়েই থাকবে তুমি।
তোমাকে হারিয়ে যেতে দেব না
বা তুমি কখনই হারাবে না, এ আমার বিশ্বাস।