জী হুজুরের দেশে
ঘুরতে থাকুন নেতার পিছে
হবে না তা ব্যর্থ মিছে
থাকুন ছদ্মবেশে ।
জী হুজুরের দেশে ।।
সুযোগ মত নেতার কানে
বিনয় সুরে গুণ ও গানে
পৌঁছে দেবেন একটু চাওয়া
পিছন থেকে এসে।
জী হুজুরের দেশে।।
হুজুরের ভাগ হুজুর পাবে
বলতে হবে এমন ভাবে
খোশ মেজাজে হুজুর তখন
আসবে নিজেই ঘেঁষে।
জী হুজুরের দেশে।।
স্বার্থ, সুযোগ, চাওয়া, পাওয়া
মিলবে অবশেষে ।
জী হুজুরের দেশে।।