কার জমিনে বাস কর আর
কার জমিনে হাঁটো
কার সাথে যোগসাজস করে
ফন্দি ফিকির আঁটো ।
যতই কর ফঁন্দি ফিকির
উলট পালট ধান্দা জিকির
লাভ হবে না মোটেই যত
তেলাও গেলাও চাঁটো।
কার জমিনে বাস কর আর
কার জমিনে হাঁটো।
যখন দেবে সূতায় টান
ভেঙেচুড়ে হবে খান।