ভোটের আইন
মমিনুল হক
তিনটা বেজে দিনটা যখন
সাঁঝের দিকে গড়ায়
মামা তখন মন দিয়েছে
খবর কাগজ পড়ায়।
খবর পড়ে হাসছে মামা
হাসি যে আর নেইরে থামা
থামতে হাসি পেপার ছুঁড়ে
বসলো মামা একটু ঘুরে।
লক্ষ টাকা খরচা করে
ভোটাররা সব যে যার ঘরে
দিচ্ছে না কেউ একটি ভোট
লিখলো অফিস জলদি নোট।
করতে হবে নূতন আইন
ভোট না দিলে মস্ত ফাইন।