আরে আরে আরে
মহা বিপদ ভূত চেপেছে
বঙ্গ রাজার ঘাড়ে
আরে আরে আরে।

যাকে ই দেখে চালায় গুলি
রাস্তা ঘাটে মাথার খুলি
ঘরে ঘরে কান্নাকাটি
রাজার অত্যাচারে
আরে আরে আরে।

ভূত চেপেছে রাজ মহলে
বঙ্গ রাজার ঘাড়ে।

বাঁচতে হলে অত্যাচার
কাটতে হবে রাজার ঘাড়।