শক্তের ভক্ত
নরমের যম
কেউ পায় বেশী আর
কেউ পায় কম।

ভাগজোক চলে তলে
দামে গড়মিল
চুনোপুটি নাড়ে লেজ
মুখে তার খিল।