ভ্যানের চালক ট্রেন চালাবে
রিক্সাওয়ালা গাড়ি
উন্নয়নের চাকা তখন
ছুটবে তাড়াতাড়ি ।
অটোর বালক বিমান চালক
ওড়বে আকাশ পথে
কল মেকানিক জাহাজ নিয়ে
চলবে নিজের মতে।
চোর ডাকুরা ব্যাঙ্ক চালাবে
ওরা দারুণ পাকা
এক নিমিষে দেশান্তরে
ছুটবে ওড়ে টাকা ।
নার্সে দেবে চিকিৎসা তা
একের ভিতর দুই
এমন সেবার নজির তুমি
খুঁজলে পাবে ভুঁই ।
চাল বেপারী গরুর দালাল
ব্যস্ত সবাই কাজে
উন্নয়নের ঘন্টা এখন
রাত দিনে তাই বাজে।