উনি হলেন উনি
অনেক গুণের গুণী
নানান কাজে ব্যস্ত কত খাটেন
দুপুর রাতেও একলা ছাদে হাটেন।
উনি হলেন উনি
অনেক গুণের গুণী
দেখতে পেলে ছোট্ট কোন ছেলে
বলবে তাকে হোস বেটা তুই জেলে।
উনি হলেন উনি
অনেক গুণের গুণী
থমকে দাড়ান পাকা ধানের ক্ষেতে
দাওয়াত করেন ইঁদুর সে ধান খেতে।
উনি হলেন উনি
অনেক গুণের গুণী
ঘুরতে গিয়ে দেখলে ছনের ঘর
আগুন দিয়ে বলবে দালান গড়।
উনি হলেন উনি
অনেক গুণের গুণী
শখ আছে তার নানা শিল্প কলায়
পরায় মালা দেখলে গরুর গলায়।
উনি হলেন উনি
অনেক গুণের গুণী
কুকুর দেখে ঝরান চোখের জল
ওদের নিয়ে গড়বে নাকি দল।
উনি হলেন উনি
অনেক গুণের গুণী
রোজ সকালে টি,ভি খুলে
উনার কথাই শুনি।
উনি হলেন উনি
শত গুণের গুণী ।