মমিনুল হক

উল্টো পথে হাটা শিখে নাও
তখন আড়াল থেকে হাত বাড়াতে
হবে না আর
ঝিণুকের মত মাথা গুজে
পরে থাকতে হবে না কাদায়।

আজকাল বরং স্রোতে ভেসে বেড়ানো ই ভালো।
দেখোনা দু‘ঠোঁটের মাঝে কিছু পেলে
মানুষ কেমন গলে যায়।

আধুনিক জীবন বড় নাদান।
পায়ের  ছুটি দিয়ে
চার চাকায় ঘুরে বেড়ানোটা এখন ফ্যাশান।

ওই যে উনাকে দেখছো না
সততার শততালি জামা গায়ে
ধূলোমলিন রাস্তায় কেমন ঘুরছে
বে য়া কু ব! আ র  কা কে  ব লে-