ধর,
মেধা দিয়ে এঁকে দিলাম একটি ছবি
ছবির গায়ে লিখে দিলাম
ইনি কবি,
কোন লাভ আছে?
আছে ঘর
নেই ঠিকানা
নিজের নামটাও যায় ভুলে
বাউলের বাসা বাঁধা চুলে
কোথায় কোথায় ঘুরে
সন্ধ্যা ভোরে
যখন যেখানে যায়
আড্ডায়,অথবা নদীর পাড়ে
আদিম ব্যাগটা ঠিক ঝুলছে ঘাড়ে।
কবিতা লিখে
কবিতা পড়ে ক‘জন আছে দেশে।
কবিতা নাকি
প্রেমিক প্রেমিকার শ্লোক।
হয়তো বা
মেধার কোষে কোষে জং পড়ে গেছে বেশ
তা না হলে,
মাতালে চালাতো দেশ।