দাবার গুটি চালতে জানো
পালতে জানো পোষা
কিন্তু আমি শুনছি লোকের
নানা কানাঘুষা।

সামনে বিপদ আসছে ঝড়
ভাঙবে খেলা তাসের ঘর
বাংলা আবার দেখবে নূতন
দেখবে নূতন উষা।