কানে তুলো দিয়ে তুমি
বসে বসে দেখো কি
কলমের বুক চিরে
সত্যটা লেখো কি?
ভাবনার ভাব ঘরে
দেশ নিয়ে ভাবো কি
সাহসের সাথী হয়ে
সে মিছিলে যাবো কি?
জীবনের স্বাধীকার
সময়ের দাবী কে
সংগ্রামী পূঁজি হাতে
আয় তোরা যাবি কে।
দেশ মাটি স্বাধীনতা
করি আজ মুক্ত
স্বপ্নের সাথে আয়
হই সংযুক্ত ।