এমনটি কার ইচ্ছে করে যমের ঘরে যাই
ভয়ের কারণ আমার কাছে আসল পুঁজি নাই।
ফুলের বাগান, বিরাট বাড়ি অনেক খোলামেলা
ঘরের ভেতর আলোছায়া করছে সদা খেলা।
রূপসী চাঁদ উঁকি ঝুঁকি রাতে আমার ঘরে
এতো সুখের আবাস ছেড়ে কেমনে যাবো মরে।
খাবার দাবার ফল- ফলাদি ইচ্ছে করে যত
ওপার গেলে পাবো কি তা যা চাই মনের মত।
চাকর- বাকর, রুজি দাপট সবই এখন আছে
আরাম আয়েশ কি নাই ঘরে, ভর্তি ভাতে মাছে।
ভাবনা এখন হঠাৎ আমার সমন চলে এলে
কেমন করে যাবো এতো সুখের নিবাস ফেলে।