এই নিয়ে যা সোনার চাবি
যা খুশি কাল দিস
কাজটা পেতে জানিসই তো
লাগছে নানা ফিস্ ।
যা খুশি কাল দিস।
আগে অনেক,অনেক ছিল
পাতি, নাতি সবাই নিল
সেই সময়ে আসতি যদি, ইস
পেয়ে যেতি টাকার খনি
হতি দেশের সেরা ধনী
এখন তবু যা আছে তা
সব গুলো তুই নিস
যা খুশি ভাগ দিস।
আমার হাতে সোনার কাঠি
আমার হাতেই এ দেশ মাটি।