ছড়ার গলায় ওরা চালায় ছুরি
তাই ছড়াকে সঙ্গে নিয়ে  ঘুরি।
পালিয়ে বেড়াই নিঝুম অলিগলি
সঙ্গে থাকে ছড়ার গোপন থলি।
দাড়ি গোঁফে করুণ এ মুখ দেখে
দয়ার সিকি যায় বা কেহ রেখে।
ছড়াও যদি অপরাধীর খাতায়
ছন্দ ছড়া  ঢুকবে কি আর মাথায় ।
তেল মেশানো তেলের মেকী  ছড়া
হয় না লেখা হয় না আমার পড়া।