গোপাল ভাঁডের দল
দেশটাকে আজ খাচ্ছে চুষে
করছে রসাতল।

জী হুজুরি কান
উচিয়ে রাখো আসবে হুকুম
চলবে অভিযান।

সঙ্গে আছে তেল
প্রয়োজনে ঢালো মাখো
চলছে এর ই খেল।

গভীর জলে বাস
ঘরে বসে করবো হাজার
কোটি টাকার চাষ।