এই সমাজে
নেয় কেড়ে সব লজ্জা শরম
টাকার গরম টাকার গরম।

এই সমাজে
উধাও প্রীতি, নীতি ধরম
টাকার গরম টাকার গরম।

এই সমাজে
বিচার আচার খুবই চরম
টাকার গরম টাকার গরম।

নেই ক্ষমা যে
বিজ্ঞ সমাজ ভাবুন পরম
টাকার গরম টাকার গরম।