ভিন গেরামের পোলায়
কেমতে যে মন ভুলায়
মাছ পুড়ে ছাই
খবর তো নাই
আগুন জ্বলে চুলায়।

ভিন গেরামের পোলায়।

মায়ে বকে ভাবী শাসায়
দুঃখ যে তার দু‘চোখ ভাসায়
চুপ করে রয় সব কিছু সয়
একটা মনের ভেতর যেন
আরেকটা  মন গুলায়।

ভিন গেরামের পোলায়
মনটা কেমন দোলায়।