ঈদের চাঁদে ঈদটা দিল উঁকি
হুল্লোড়ে সব ছুটল খোকা খুকি ।
খুশির আমেজ প্রাণের কোলাহল
ছোট্ট সুমীর দু‘চোখ টলোমল।
ভাই আসেনি বাবা আজো ঢাকায়
একলা বাড়ি মা আর ছোট কাকায়।
হয়নি মোটে ঈদের কোন বাজার
কোথায় পাবে টাকা কয়েক হাজার ।
বছর ঘুরে মিটে না পেট ক্ষিদের
বুক ভরা এক আশায় ছিল ঈদের।
‘করোনা’ কি নিভিয়ে দেবে আশা
ভাই,বোন,মা বাবার ভালবাসা ।