সুখ

মমিনুল হক

খাঁচার ভেতর বাঁচার চেয়ে
মুক্ত খোলা মাঠে
উড়ব আমি ঘুরব আমি
ফিরব না আর ঘাটে।

ঘাট পেরিয়ে মাঠ পেরিয়ে
অনেক অনেক দূরে
বাঁধন ছিড়ে উচ্চ শিরে
দেখব জীবন ঘুরে।

মূল্যহীনে স্বপ্ন বিনে
থাকব কেন বাঁধা
অবিচারের বন্দী খাঁচায়  
আমরা কি সব গাধা ।