ডাংগুটি নেই নাটাই ঘুড়ি
কিংবা খেলার সাথী
হারিয়ে গেছে বাল্য সুখের
দামাল মাতামাতি।
হা ডুডু নেই ডাব চুরি নেই
চাঁদনী রাতের বাঁশি
পাগলা বাবার শরম দেখে
নেই আর হাসাহাসি।
স্মৃতি যেন মনের পটে
ছবির মত আঁকা
সব হারিয়ে বুকটা লাগে
অনেক খানি ফাঁকা।