কষ্টরা যায় কষ্ট করে
নষ্টরা খায় চেটে
ঝড় বৃষ্টি মাথায় নিয়ে
মরছে ওরা খেটে ।

বাঁধের জলে বন্যা হলে
যায় ভেসে ঠাঁই  বানের জলে
বিপদ আপদ  লেগেই থাকে
আগুন জ্বলে পেটে।

কষ্টরা যায় কষ্ট করে
নষ্টরা খায় চেটে।