স্যার আমাগো স্যার
দেশটা জুড়ে চলছে যে আজ
ছোট বড় স্যারদের ই রাজ
নেই জানা তা কার
স্যার আমাগো স্যার।
অমুক স্যারের দাপট বেশী
হাই লেবেলে ঘেঁষাঘেঁষি
অফিস পাড়ায় কে আর দাড়ায়
সামনে এসে তার
স্যার আমাগো স্যার।
আইন আছে,আইন ক'জন মানে
আইন চলে হাই সূতার টানে
অপরাধে ভয়,বিপদের
চিন্তা আছে কার
স্যার আমাগো স্যার।
ভর্তি যে ঘর মালা-মালে
এসব হাজির স্যারের জালে
স্যারের কথা বলব কি যে
আছে স্যারের হার
স্যার আমাদের স্যার।