স্বপ্ন ঘুড়ি
মমিনুল হক
পাহাড় টিলার চূড়ায়
দু’জন বুড়ি বুড়ায়
স্মৃতির সূতায় স্বপ্ন ঘুড়ি
রোজ বিকেলে উড়ায় ।
পাহাড় চূড়ায় স্বপ্ন উড়ায়
মিহিন হাওয়ায় শরীর জুড়ায়
ইচ্ছে মত সুখের ঝিণুক
দু’হাত ভরে কুড়ায়।
গাছ গাছালীর চূড়ায়
বিকেলটা রোজ কেমন করে
ফুড়ুৎ করে ফুরায়।