মায়ের মুখে বিজয় হাসি
ভাই এর বুকে আশা
সবার মুখে হাসি খুশি
মুক্ত মায়ের ভাষা ।

রক্ত ঝরা লড়াই লড়া
কত ত্যাগের পরে
মায়ের ভাষা পেলাম ফিরে
আমরা ঘরে ঘরে।

স্মরণ করি মরণ ওদের
ভাষার বিজয় দিনে
ওরা অমর আমরা ঋণী
ওদের ত্যাগী ঋণে।