রজব শাবান রোজা এলো
রোজা ও গেলো চলে
নিরব আসা নিরব যাওয়া
চুপকে তলে তলে।

ঈদ কত এক মহাখুশি
ঈদটা এবার একা
নেই কুটুম আর পাড়া পড়শী
আপণ জনের দেখা ।

বড্ড  লাগে এমন আগে
কেউ দেখেছে  হাটে
শান্ত নিরব কষ্ট  গুলো
শূন্য ঈদের মাঠে।