আরো একবার দেখে নিলাম
সব কিছু আজ ঘেঁটে
ইতিহাসে ভর্তি পাতা
মাগো তোমার পেটে।
কান্না হাসি শোকের বাঁশি
আছে আলো ছায়া
যায় না ভুলা সেদিন গুলা
দেশের সবুজ মায়া।
স্বাধীনতার সূর্য ওঠা
ভোরের প্রদীপ শিখা
শত শত তাজা প্রাণের
রক্তে আছে লিখা।
সোনার ছেলের বীর গাঁথা আজ
ভুলতে পারি না গো
জ্বালছে আলো ঘরে ঘরে
এ দেশ জুড়ে মা গো।