ছড়াকার মমিনুল হক কে চেনেন?
বেটার পাছায় দু‘টি লাথি মেরে বলবেন
যেন কলম বন্ধ রাখে।
লেখালেখি করে
কি করতে পারবে আমাদের। সাংঘাতিক এক খেলায় নেমেছে বেটা ।
তার জীবনের মায়া নেই?
সে জানে না আমাদের ক্ষমতা ।
আমাদের পিছনে লাগলে
তার আর রক্ষা নেই।
পায়ের নীচে ফেলে
যখন থেঁতলে দেবো
টের পাবে তখন কত ধানে কত চাল
এ রকম সনদ হাতে পেলে
সে হাতে কোন লিখা বেরোবে
লিখবে কবিতা
লিখবে ছড়া
দেবে শ্লোগান।
আসলে আমরা
বর্বর এক
পশু
শাসনের
যাঁতাকলে
পড়ে
রুদ্ধ হয়ে গেছে আমাদের কণ্ঠ।