আমার বাড়ি
তোমার ঘর
মাঝেখানে এক
বালুর চর।

বালুর চরে
দুষ্টু কাঁটা
যায় না চলা
যায় না হাঁটা ।

তোমার চোখে
আমার জল
করছে দেখো
টলমল।

আমার বুকে
তোমার ঠাঁই
তারচে‘ বড়
জবাব নাই।