গণক দাদু,গণক দাদু
আছে তোমার এমন যাদু
পাশের ফ্লাটের শ্রীমান বাবু
কোন মতে হয় না কাবু
যখন তখন কেবল জ্বালায়
বর দিতে চায় ফুলের মালায়
এটা ও টা নানা ছুতায়
দেয় থামিয়ে হেতা হোতায়
মিষ্টি হেসে নরম সুরে
সব বলে যায় সন্ধ্যা ভোরে
হিল্লা করো দোহাই দাদু
দাও শিখিয়ে একটি যাদু।