সুখী
মমিনুল হক
সবার নজর উপর দিকে
কেউ দেখেনা নীচে
নীচের যারা নীচেই থাকে
থাকে সবার পিছে।
উচু নীচুর রঙ ভেদাভেদ
ঘাট সমাজে কাঁদা
আর কতদিন লাগবে বলুন
পার হতে এই বাঁধা ।
সাদা দিলে সবাই মিলে
এক সারিতে এসে
কেন পারিনা সুখী সমাজ
গড়তে ভালবেসে।