এসে গেছে কনকনে
কাঁপাকাঁপি রি রি শীত
বিয়েশাদী আছে আরো
আছে পিঠা ধূমে গীত।
রোদে বসে রোদ খাওয়া
বালু নিয়ে চালু খেল
নীলুফার গায়ে মাখে
ঘষে নানী খাঁটি তেল।
গ্রাম জুড়ে কুয়াশার
চাদরে ও মোড়া গাছ
ফাঁকে বসে মাছ রাঙা
খায় ধরে তাজা মাছ।
শীত কত শত শত
গরীবের ঢেরা ঘর
শিশু বুকে মাকে দেখো
কাঁপে কুঁজো থর থর।