অপরাধের শিকড় গুলো
লুকিয়ে  আছে কোথায়
বলতে মানা সবার জানা
মেজিক ওয়ালা সূতায়।

আনবে মুখে ওদের নাম
ঝরবে গায়ে মাথার ঘাম
ছাড় পাবে না পার পাবে না
জুলুম জেল ও ফাঁসি

মিলিয়ে যাবে সুখের আশা
মিলিয়ে যাবে হাসি।