আমার উপর কেন যে সাহেব চটে
কর্ম যেমন তেমন ফলই ঘটে।
নিত্য রাতে মজা লুটার খেলা
ঘরে এলে বেগম লাগায় ঠেলা ।
তবু সাহেব একটু কি আর দমে
দমবে সেদিন ধরবে যেদিন যমে।
সকাল হলে আমার উপর যত
অকারণে চটবে হলেও নত।
বড় লোকের কর্ম করাও দায়
অভাবের এক শিকল বাঁধা পায়।