আজিমপুরে কেউ সাধে যায়
যায় সে সূতার টানে
রহস্যটা মগজ দিয়ে
ক‘জনে আর জানে।

জীবন চাকা ওড়ছে ঘুড়ি
বাড়ছে মেদে পেটের ভুঁড়ি
ভোগ বিলাসে কাটছে সময়
নিত্য হাসি গানে।

আজিমপুরের 'ডাক' ঠিকানা
জানো কি তার মানে?


(আজিমপুরে ঢাকার বড় একটি গোরস্থান।)