মমিনুল হক
একটা বলি কাজের কথা
দশটা বলি বাজে
ঘন্টা কাটাই আড্ডা মেরে
মিনিট পাঁচেক কাজে।
সংসারে মন উদাস উদাস
রাত বারোটার পরে
বিড়াল পায়ে দরজা খুলে
সোজ নিজের ঘরে।
বউ ছেলে মা ঘরের মানুষ
ছোট্ট হরিণ মেয়ে
সারাটা দিন বাবা ফেরার
পথেই থাকে চেয়ে।
দিন গড়িয়ে মাস চলে যায়
বছর ঘুরে আসে
এই বাবাটি পায়না ঘরের
সংসারে কেউ পাশে।