দালান বাড়ি
ছিল গাড়ি
সুখে ভরা
জীবন তারই
কোথায় গেলো?

মামা খালা
টাকার ছালা
চতুর্দিকে
শালী,শালা
কোথায় গেলো?

সময় হলে আর
কেউ পাবে না পার।