মমিনুল হক

এক এক করে, ফিরে যাচ্ছে ঘরে
ওটা ই আসল ঠিকানা
কেউ বলছি ওটা কবর।

ক্ষমতার শিখরে বসে
এতদিন করেছি কত উল্লাস
আজ বলছি এতো অমুকের লাশ ।

গ্রীষ্ম বর্ষা বসন্ত ঘুরে আসে
জীবনের পর্ব
ভাবনায় আসেনি কোনদিন
জীবন মানেই পাড়ি দিয়ে ওপাড়ে যাওয়া।

সময়ের ঘড়ি হাতে বন্দী কোথায়

একদিন সময় ই বলে দেবে সব
তখন পৃথিবীটা থাকবে একদম নিরব।