একে ধরো,ওকে মারো
তাকে চড়াও ফাঁসি
কান্ড দেখে পাচ্ছে আমার
ভীষণ রকম হাসি।
কোন জগতে ,কোন জাহেলী
কোন মানুষের হাতে
রাজ ক্ষমতা কেমনে গেলো
ভাবনা আমার তাতে।
আদি যুগের জালেম শাসক
নিজের ইচ্ছে মতো
করত শাসন মারতো মানুষ
তার মতে সব হতো।
সে যুগটা কি আসছে ফিরে
সোনার বাংলাদেশে
স্বাধীনতার চাবি নিয়ে
করছে দাবী কে সে।
ঘরে ঘরে সূর্য সেনা
ঘরে ঘরে বীর
লড়বে এবং মরবে তবু
রাখবে উঁচু শির ।